সিলেটের বিশ্বনাথের বল্লপুর গ্রামের লন্ডন প্রবাসী সাইফুর রহমানের বিরুদ্ধে কথিত কেয়ারটেকার গাছ কাটার অভিযোগ করেছেন। আর অভিযোগে যে গাছ কাটার কথা বলা হয়েছে, তা সাইফুর রহমানের মালিকানাধীন। আর এ অভিযোগের তদন্তে সত্যতা পায় নি পুলিশ। নিজের ক্রয়কৃত ও মালিকানাধীন ভূমিতে অভিযোগকারী কেয়ারটেকার দাবিদারকে প্রবাসী সাইফুর রহমান চিনেন না বলে দাবি করছেন।
তিনি বলেন, ১০টি গাছ কাটার যে অভিযোগ তার তদন্তকারী কর্মকর্তা এসআই জাকির হোসেন ঘটনারস্হলে সত্যতা পাননি। জমির এসএ মালিক আশরব আলীর কাছ থেকে ১৪৯২/১৯৭৮ ইংরেজী দলিলমূলে ক্রয়সুত্রে মালিকানা নিয়ে ভোগদখল করে আসছেন তিনি।
গত ১৮ মার্চ সকালে নিজ জমিতে উন্নয়ন কাজের জন্য গাছ কাটা ও অন্যান্য কাজের জন্য শ্রমিক লাগালে জনৈক খালিসুর রহমানের লোকজন কাজে বাধা দেন। খবর পেয়ে বিশ্বনাথ থানার এস আই জাকির হোসেন ঘটনারস্হলে গিয়ে আপাতত কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দেন। রাতে কাগজপত্র পর্যালোচনা করে পুনরায় কাজ শুরু করার জন্য বলেন। এ ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে নানাভাবে ওই প্রবাসীকে হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি তার।