রূপগঞ্জে সংখ্যালঘুদের বাড়িঘর ও মন্দির পাহারা দিচ্ছে জিয়া মঞ্চ
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৪, ১:০০ অপরাহ্ণশাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পদত্যাগের পরে সংখ্যালঘুদের বাড়ি-ঘর ও মন্দিরে হামলা ও ভাংচুর প্রতিরোধে বিএনপিও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে মন্দিরে মন্দিরে পাহাড়া দেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সোমবার বিকেলে উপজেলার দক্ষিণ কেয়ারিয়া সর্বজনীন মন্দির সুরক্ষায় পাহাড়া দেন রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া, রূপগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সিনিয়র সহ সভাপতি শমর আলী,মনির মাস্টার,রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক রোবেল মিয়া,সহ সাধারণ সম্পাদক নাদিম মিয়া,কোষাধ্যক্ষ মো: রোবেল সহ অন্যান্যরা।