রূপগঞ্জে সহিংসতা প্রতিরোধে ধর্মীয় উপাসনালয় পাহারায় যুবদল নেতাকর্মী
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ণশাকিল আহম্মেদ, স্টাফ রিপোর্টার: বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরের নির্দেশনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনালয় পাহারা দিচ্ছেন রূপগঞ্জ উপজেলা যুবদলের নেতা-কর্মীরা।
বুধবার (১৪ আগস্ট) বিকেল থেকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের উত্তরপাড়া রাধাগোবিন্দ মন্দিরসহ বিভিন্ন উপাসনালয় পাহারায় যুবদল নেতা-কর্মীদের অবস্থান দেখা গেছে।
এ সময় রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আজিম সরকার,সুমন ব্যাপারী,ডালিম, নাহিম আহমেদ আক্তার,আব্দুল্লা,ফরহাদ ফেরদৌস,সজল,নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সম্পাদক সিমান্ত,কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল খান,সাবেক সাধারণ সম্পাদক ওমর হাসান সোহাগ,সাবেক সহ সভাপতি তানসেন আহম্মেদ,সাবেক প্রচার সম্পাদক মেহেদী হাসান পাপ্পু,মন্দিরের পুরোহিতসহ স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী লোকজন উপস্থিত ছিলেন।
রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আজিম সরকার বলেন, ‘স্বৈরাচারী শেখ হাসিনা বিদেশে পালিয়ে গেলেও দেশের অভ্যন্তরে এখনো ঘাপটি মেরে থাকা তাদের প্রেতাত্মারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণের জানমালের ওপর হামলা-ভাঙচুর-লুটপাট চালাচ্ছে। দীর্ঘদিন পর জনজীবনে ফিরে আসা স্বস্তিদায়ক পরিবেশকে আবারও ভীতিকর অবস্থায় নেওয়ার ষড়যন্ত্র চলছে এবং এর দায়ভার অন্যদের ঘাড়ে চাপানোর পুরোনো অপকৌশল অবলম্বন করেছে।তাই আমরা সকল সহিংসতা প্রতিরোধে যুবদল নেতাকর্মীরা সংখ্যালঘুদের পাশে আছি।