নলছিটিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২৪, ৫:১৮ পূর্বাহ্ণনলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা: ঝালকাঠির নলছিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার(২০ আগষ্ট) সকাল ১১ টায় নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক জনসভা অনুষ্ঠিত হয়। এতে সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওর্য়াডের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলে আসতে থাকে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তৌহিদ আলম মান্নার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ সাইদুল কবির রানা এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সাবেক সংসদ সদস্য বিএনপি নেত্রী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট সৈয়দ হোসেন,জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাত হোসেন,ঝালকাঠি বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু, নলছিটি বিএনপি নেতা গোলাম মোস্তফা ছালু, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল,পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান।
এসময়ে আরো উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির নেতা খন্দকার অহিদুল ইসলাম বাদল, ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আজাদুর রহমান খান, ঝালকাঠি জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রবিউল ইসলাম তুহিন, জেলা ছাত্রদলের সভাপতি গিয়াস সরদার দীপু, সাধারন সম্পাদক সাইদুল কবির রানা, অ্যাড.মাজহারুল ইসলাম,সহ আইন বিষয়ক সম্পাদক(কেন্দ্রীয় কমিটি),স্বেচ্ছাসেবক দলনেতা মেহেদী তারেক, সুবিদপুর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ নিজাম উদ্দিন খান, উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল,শ্রমিকদল সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ।
এসময়ে ইলেন ভুট্টো বলেন দেশ স্বাধীন হয়েছে স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সবার।এসময় তিনি নলছিটি উপজেলা যুবদলের সাবেক সভাপতি দুলাল তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
রফিকুল ইসলাম জামাল বলেন পরাজিত শক্তি বসে নেই ভারতে বসে ষড়যন্ত্রের নোংরা খেলায় মেতেছেন। শতশত নেতাকর্মীদের গুম করে আয়নাঘরে রেখেও তারা ক্ষ্যান্ত হয়নি।
সভা শেষে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এসময় সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার ব্যঙ্গচিত্রসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন বিষয়ের উপর ডিসপ্লে প্রদর্শন করা হয়