বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২৪, ৬:২৭ পূর্বাহ্ণক্রীড়া ডেস্ক: এক যুগ পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)- এর সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। বুধবার বিসিবির নতুন সভাপতি করা হয়েছে ফারুক আহমেদকে।
সচিবালয় থেকে এক পরিচালক বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর, পরিচালকরা নতুন করে বোর্ড সভাপতি নির্বাচন করেন। সেখানে সাবেক ক্রিকেটার ও প্রধান নির্বাচক ফারুক আহমেদকে বোর্ড সভাপতি নির্বাচিত করা হয়।’
জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) দুই কাউন্সিলর ছিলেন জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববি। এই দুইজনকে এনএসসি থেকে পদত্যাগ করতে বলা হয়েছিল। দুইজনের মধ্যে জালাল ইউনুস ইতোমধ্যে পদত্যাগ করেছেন। আহমেদ সাজ্জাদুল আলম এখনও পদত্যাগ করেননি। জালাল ইউনুসের জায়গাতেই মূলত ফারুক আহমেদকে মনোনীত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। মনোনীত হওয়ার পর উপস্থিত পরিচালকদের সিদ্ধান্তক্রমে বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হন সাবেক এই ক্রিকেটার।