সিলেটে অব্যাহত বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২৪, ৭:৫৯ পূর্বাহ্ণনিজস্ব প্রতিবেদক: সিলেটে গত কয়েকদিন থেকে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। টানা বৃষ্টির ফলে বাড়ছে নদ-নদীর পানি। গত ২৪ ঘন্টায় সিলেটে মাঝারি ধরনের বৃষ্টিপাত হলেও বুধবার (২১ আগস্ট) সকাল থেকে হালকা ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস।
সিলেট আবহাওয়া অফিসের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে বুধবার (২১ আগস্ট) সকাল ৬ টা পর্যন্ত ৩৬ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া বুধবার সকাল ৬টা থেকে ৯ টা পর্যন্ত ৩ দশমিক ২ মিলিটারির বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সিলেট পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, টানা বৃষ্টিপাত ও ভারতের পাহাড়ি ঢলের কারণে সিলেটের নদ-নদীর পানিও বেড়েছে। বিশেষ করে চলতি মাসের শুরু থেকেই কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করেছে। এই নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমা হচ্ছে ৯ দশমিক ৪৫ সেন্টিমিটার। বুধবার সকাল ৬টায় বিপৎসীমার ৫৬ সেন্টিমিটার ও সকাল ৯টায় ৫৭ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়াও সিলেট ও কানাইঘাট পয়েন্টে সুরমা নদী ও জকিগঞ্জের অমলশীদ, বিয়ানীবাজারের শেওলা, শেরপুরে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়েছে।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মো.আবদুল মুঈদ বলেন, মৌসুমি বায়ু সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থার কারণে বৃষ্টিপাত হচ্ছে। আরও ২-৩দিন সিলেটে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, টানাবৃষ্টি ও ভারতের পাহাড়ি ঢলের কারণে সিলেট অঞ্চলের নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এখন পর্যন্ত বন্যার কোনো আশংকা নেই।
উল্লেখ্য- গত সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে বৃষ্টি হয়েছিল ২০৮ মিলিমিটার। যা ছিলো দেশের মধ্যে সর্বোচ্চ।