রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টার ঘঠনায় থানায় মামলা আসামী:১৫
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২৪, ৬:০৪ অপরাহ্ণনারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও তারাবো যুবদল নেতা শফিকুল ইসলাম শফিক (৩৮)কে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।গত ১৯ শে আগষ্ট উপজেলার কর্নগোপ এলাকায় এ হত্যা চেষ্টার ঘঠনা ঘটে। এ ঘঠনায় যুবদল নেতা শফিকুল ইসলাম শফিকের পিতা বাদী হয়ে রূপগঞ্জ থানায় ১৫ জনকে আসামি করে হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন।
মামলার সুত্রে জানা যায়, গত ১৯ শে আগষ্ট রাতে উপজেলার কর্নগোপ এলাকার সাগর মিয়ার চায়ের দোকানের সামনে শফিকুল ইসলাম শফিক কিছু বুঝে ওঠার আগেই তাকে হত্যার উদ্দেশ্যে শামছু দুহা ও তাঁর সন্ত্রাসী বাহিনী এলোপাতাড়ি কুপায়।পরে তাঁর ডাক চিৎকারে স্থানীরা এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়া যায়।শফিকুল ইসলাম শফিকের উপরে সন্ত্রাসী হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারাবো পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং এ ঘঠনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছে তাঁরা।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা তদন্ত ওসি জুবায়ের হোসেন বলেন এ ঘঠনায় রূপগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।