‘‘পূর্বাচল ক্লাবের মেসিয়ার বিডি সোহেল এখন কোটি টাকা বিলাস বহুল বাড়ি-গাড়ির মালিক’’ নামে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদ
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২৪, ৫:১৫ অপরাহ্ণগত ২৫ আগষ্ট অনুমোদনহীন কিছু ভুঁইফোঁড় অনলাইন পোর্টালে পূর্বাচল ক্লাবের মেসিয়ার বিডি সোহেল এখন কোটি টাকা বিলাস বহুল বাড়ি/গাড়ির মালিক নামে শিরোনামে রিপোর্টটি আমাকে জড়িয়ে যে তথ্য দেওয়া হয়েছে তা সঠিক নয় সম্পূর্ণ মিথ্যা বানোয়াট মনগড়া।আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য কাল্পনিক গল্প বানানো হয়।সেখানে বলা হয়েছে আমি পূর্বাচলে ক্লাবের মেসিয়ার যা সম্পূর্ণ মিথ্যা।প্রকৃত পক্ষ্যে আমি পূর্বাচল ক্লাবের কোন চাকরি করি না।আমি একজন ব্যবসায়ী।
আমি যা করেছি তা সম্পূর্ণ বৈধ ভাবেই করেছি।আর নিউজে যে বিলাসবহুল গাড়ির কথা বলা হয়েছে তাও সম্পূর্ণ মিথ্যা আমার কোন গাড়ি নাই। আমাকে সামাজিক ভাবে হেয় করার জন্য আমার প্রতিপক্ষদের সাথে মিলে সাংবাদিকদের ভূল বুঝিয়ে ভূল তথ্য দিয়ে আমার নামে এ মিথ্যা বানোয়াট মনগড়া সংবাদ তৈরি করে।আমার আমার বাবা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী।তিনি পূর্বাচল উপশহরর প্রকল্পে আদিবাসী হিসাবে রাজউক প্রকল্পে ৫ কাঠা প্লট পায় তা বিক্রি করে আমাদের বাড়িটি নির্মাণ করে দেয়।এছাড়া আমাদের কোন বাড়ি নেই।অনলাইন পোর্টালে পূর্বাচল ক্লাবের মেসিয়ার বিডি সোহেল এখন কোটি টাকা বিলাস বহুল বাড়ি/গাড়ির মালিক নামে যে সংবাদটি প্রকাশ করা হয়েছে সেখানে দায়িত্বশীল জায়গা থেকে তাঁরা আমার সাথে কোন যোগাযোগ বা আমার কোন বক্তব্য নেয়নি।আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই
বিনীত নিবেদক
মোঃ সোহেল মিয়া
পূর্বাচল, রূপগঞ্জ নারায়ণগঞ্জ