রূপগঞ্জে মাদককারবারি প্রতিরোধে মুসুল্লি ও হিন্দুসম্প্রদায়ের বিক্ষোভ ও মানববন্ধন
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১১:১০ পূর্বাহ্ণশাকিল আহম্মদ,স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়ায় ৪ গ্রামের মাদককারবারি বাড়িতে সাইনবোর্ড দেয়া ও মাদক মুক্ত সমাজ গঠনের দাবীতে গ্রামবাসির আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সভা ও মিছিল করেছেন স্থানীয় মুসুল্লি ও হিন্দু সম্প্রদায়ের বাসিন্দারা । শনিবার বিকালে উপজেলার কায়েতপাড়ার বরুনা গ্রামে এ মাদকবিরোধী কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রবীণ শিক্ষক আবুল হাশেম মাস্টার। এ সময় মানববন্ধনে বক্তব্য প্রদান করেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল নেতা রফিকুল ইসলাম রফিক, ২নং ওয়ার্ড ইউপি সদস্য আলতাফ হোসেন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাংবাদিক শহিদুল্লাহ গাজী,কবি ও লেখক মাহবুব আলম প্রিয়,সাংবাদিক শাকিল আহম্মেদ, কায়েতপাড়া ইউনিয়ন যুবদল নেতা মামুনুর রহমান, আহসান উল্লাহ মাস্টার, সুনীল সরকার,শম্ভুনাথ হালদার, সহ ৪ গ্রামের হাজারো মুসুল্লি ও হিন্দু সম্প্রদায়ের লোকজন।
মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ সভায় বক্তারা বলেন, কায়েতপাড়ার রাতালদিয়া,বসুলিয়া,বরুনা, নিমেরটেক এলাকাটি রাজধানীরঘেষা হওয়ায় প্রতিদিন শহর থেকে মাদকসেবীরা বাইকযোগে এ সব গ্রামে মাদকসেবন করতে আসে। এ সুযোগে প্রায় ৩০ টি পরিবার সরাসরি চোলাই মদের চুল্লিতে দিনে দুপুরে মাদক তৈরী করে আসছে। এসব নিয়ে বিগত দিনে প্রতিবাদ করেও লাভ হয়নি।এখন ৪ গ্রামের মুসুল্লি ও সচেতন বাসিন্দারা একাট্রা হয়ে মাদক কারবারিদের বাড়িতে বাড়িতে সাইনবোর্ড ঝুলাবো। পাশাপাশি মাদক পেলে সাংবাদিক ও পুলিশ ডেকে আইনের আওতায় দেব।
এ সময় মসজিদের সামনে মুসুল্লিরা প্রতিশ্রুতি দিয়ে বলেন, এ ৪ গ্রামের কোন মাদককারির সাথে কেউ আত্নীয়তা, সুসম্পর্ক বজায় রাখবো না বরং তাদের মাদক কারবার বন্ধ করতে কঠোরভাবে সামাজিক আন্দোলন করে যাবো।