রূপগঞ্জে মাদক কারবারিদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৮ অপরাহ্ণশাকিল আহম্মেদ, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়নের কামশাইর এলাকার চিহ্নিত মাদক কারবারিদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কামশাইর বাজার এলাকায় ৩নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুর হোসেন বেপারী,সাধারণ সম্পাদক তারা মিয়া,সিনিয়র সহ সভাপতি আফাজউদ্দিন,সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন,কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক রিয়াজ খান,৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইসরাফিল কাজী, সাধারণ সম্পাদক তাজমল,সাংগঠনিক সম্পাদক আব্দুল সাত্তার,৩ন ওয়ার্ড ছাত্রদল নেতা মাসুদ, নাজমুল, জুবায়ের, মাসুদ রানা, রচিত, রূবেল মোল্লা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন বিগত সময়ে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে দেশে মাদকের সাম্রাজ্য গড়ে উঠেছে।মাদক কারবারিরা আওয়ামীলীগ সরকারের ছত্রছায়ায় মাদক দিয়ে যুব সমাজ কে ধ্বংসের দিকে নিয়ে গেছে। তাই এখন সময় এসেছে মাদক কারবারিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার।