এনসিটিবির সচিব পদ হারাল শিক্ষা ক্যাডার
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ৭:০৪ পূর্বাহ্ণঅনলাইন ডেস্ক: শিক্ষা প্রশাসনে গুরুত্বপূর্ণ দুই দপ্তরে নতুন সচিব পদে পদায়ন করেছে সরকার। এর মধ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষে (এনটিআরসিএ) এ এমএম রিজওয়ানুল হক ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) সচিব পদে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ মতিউল রহমান পদায়ন পেয়েছেন।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদের পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) এই প্রথম প্রশাসন ক্যাডার থেকে সচিব নিয়োগ দেওয়া হলো। এ পদটি এতদিন শিক্ষা ক্যাডার থেকে পদায়ন করা হতো।
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। তারা বলেন, শিক্ষা প্রশাসনের পদগুলো একে একে প্রশাসন ক্যাডারের দখলে চলে যাচ্ছে। সর্বশেষ এনসিটিবির সচিব পদটি হারালো বৈষম্যের শিকার শিক্ষা ক্যাডার। এজন্য এ ক্যাডারের দুর্বল নেতৃত্বকে দায়ী করেছেন কর্মকর্তা।