শাবিপ্রবির প্রশাসনিক দায়িত্বে তিন নতুন মুখ
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ৭:৫২ পূর্বাহ্ণসবুজ সিলেট ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) স্কুল অব ফিজিক্যাল সাইন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ বদিউজ্জামান ফারুকের তত্ত্বাবধানে ওই প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। কার্যক্রম শুরুর প্রথমদিনেই নিয়োগ পেয়েছেন তিন নতুন মুখ।
বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ইউনুস আলী স্বাক্ষরিত আলাদা আলাদা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
নিয়োগপ্রাপ্তরা হলেন- ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে অতিরিক্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী হিসেবে সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার মো. জয়নাল ইসলাম চৌধুরী, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক এবং সিপিসি এর প্রধান হিসেবে উপ-রেজিস্ট্রার আহমদ মাহবুব ফেরদৌস। তাদের মধ্যে সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির তিনি মো. ফজলুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন, মো. জয়নাল ইসলাম চৌধুরী তিনি সৈয়দ হাবিবুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন এবং আহমদ মাহবুব ফেরদৌস তিনি এ. কে. এম ফেরদৌসের স্থলাভিষিক্ত হয়েছেন।
উল্লেখ্য, শেখ হাসিনা সরকার পতনের পর উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রারসহ শাবিপ্রবির ৭৫জন প্রশাসনিক ব্যক্তি পদত্যাগ করেন।
এদিকে, গত ২ সেপ্টেম্বর শাবিপ্রবির জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার জন্য স্কুল অব ফিজিক্যাল সাইন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ বদিউজ্জামান ফারুকের সভাপতিত্বে অন্যান্য অনুষদের ডিনদের নিয়ে একটি জরুরি সভা হয়।
সভায় শাবিপ্রবিতে নিয়মিত উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত সাময়িকভাবে জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার জন্য ডিনদের মধ্যে জেষ্ঠ্যতার ভিত্তিতে স্কুল অব ফিজিক্যাল সাইন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ বদিউজ্জামান ফারুককে সর্বসম্মতিক্রমে মনোনীত করা হয়। তিনি ডিনবৃন্দের পরামর্শক্রমে ও ক্ষেত্রমতে বিভাগীয় প্রধানদের সঙ্গে আলোচনাক্রমে প্রয়োজনীয় জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনা করবেন।
গত ২৯ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে বলা হয়, যেসব সরকারি বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর (ভিসি), প্রোভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) ও ট্রেজারাররা পদত্যাগ করেছেন বা অনুপস্থিত রয়েছেন; সেসব বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পরামর্শ দিয়েছে সরকার।
প্রশাসনিক কার্যক্রম চলমান রাখা ও আর্থিক কার্যক্রম পরিচালনায় নিয়মিত ভাইস চ্যান্সেলর নিয়োগ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিল, ক্ষেত্রমতে বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা করে একজন জ্যেষ্ঠ অধ্যাপককে দিয়ে সাময়িকভাবে জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালনের ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ প্রদান করা হলো।