শেখ হাসিনার পরিবারসহ পাওয়া পূর্বাচলের সকল প্লটের বরাদ্দ বাতিলের দাবিতে সড়ক অবরোধ
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২৪, ২:৩৫ অপরাহ্ণশাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধি : রাজউকের নতুন শহর পূর্বাচলে শেখ হাসিনার পরিবারের ১০ কাঠার ৬টি প্লটসহ অনিয়নের মাধ্যমে বরাদ্দ পাওয়া বিগত সরকারের দলীয় লোকজনের সকল প্লটের বরাদ্দ বাতিলের দাবিতে সড়ক অবরোধ করেছে পূর্বাচলের ক্ষতিগ্রস্ত আধিবাসীরা। শনিবার বিকেল ৪টায় পূর্বাচলের ১১ নাম্বার সেক্টরের সামনে কুড়িল-কাঞ্চন সড়ক অবরোধ করেন তারা। পরে সেখানে বিক্ষোভ মিছিলও করেন আদিবাসীরা।
এসময় আদিবাসীদের প্রধান সমন্নয়ক দুলাল হোসেন জানান, বিগত ১০ বছর যাবত ক্ষতিগ্রস্ত আদিবাসীদের প্লট বরাদ্দ বন্ধ রেখেছিল হাসিনা সরকার। অথচ ১৩/এ ধারায় কালো আইন করে শেখ হাসিনাসহ তার পরিবারের সকল সদস্যরা প্লট নিয়েছে। পাশাপাশি ফ্যাসিস্ট হাসিনার আমলা, মন্ত্রী, সাংসদ আর দলীয় লোকজনকে হাজার হাজার প্লট বরাদ্দ দেয়া হয়েছে।
বিধি অনুসারে যাদের জমি বা বাড়ি অধিগ্রহণ করা হয়েছে, প্লট বরাদ্দের ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবেন। কিন্ত এখন পর্যন্ত ৬০ শতাংশ ক্ষতিগ্রস্থ আদিবাসি প্লট পায়নি। তাই অনিয়মের মাধ্যমে বরাদ্দ নেয়া সকল প্লটের বরাদ্দ বাতিল করে অবিলম্বে ক্ষতিগ্রস্ত আদিবাসীদেরকে প্লট বুঝিয়ে দেয়ার দাবিতে এই কর্মসূচী তাদের।
তাদের এই দাবি মানা না হলে আগামী রাজউক ও সচিবালয় ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচী পালনের হুশিয়ারি দেন আন্দোলনকারীরা।
ঘন্টাব্যাপী সড়ক অবরোধের পর বিকেল ৫টার দিকে সেই সড়কে বিক্ষোভ মিছিল করেন আদিবাসীরা।