আইসিটি মামলা থেকে খালাস পেলেন দুই সাংবাদিক নেতা
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ৯:১৮ পূর্বাহ্ণনিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৬ বছর পর ডিজিটাল নিরাপত্তা আইন (আইসিটি) মামলা থেকে অব্যাহতি পেলেন দুই সাংবাদিক নেতা। তারা হলেন সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর প্রতিষ্ঠাতা সিনিয়র যুগ্ম সম্পাদক গোলাম ফারুক মজনু ও সদস্য মিরাজ হোসেন। এর আগে ৬ বছর আগে স্বৈরাচার সরকারের ভুয়া সাজানো মিথ্যা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাদার পোশাকধারীর একটি দল এসএসপি’র কেন্দ্রীয় কার্যালয় থেকে তাদেরকে গ্রেপ্তার করে আয়না ঘরের মতো জায়গায় রেখে অমানবিক নির্যাতনের করে। সেখানে ১২ দিন নির্যাতন করার পরে কোর্টে মামলা দিয়ে জেলে হাজতে প্রেরণ করে। সেই মামলায় ৭ মাস ১৬ দিন কারাবরণের পরে জামিনে মুক্তি পেয়েছিল এই দু্জন।
স্বৈরাচার সরকারের ভুয়া মিথ্যা সাজানো ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দীর্ঘ ছয় বছর পর খালাস পেলেন সম্মিলিত সাংবাদিক পরিষদ-এসএসপি’র প্রতিষ্ঠাতা সিনিয়র যুগ্ম সম্পাদক গোলাম ফারুক মজনু ও সদস্য মিরাজ হোসেন ।
আজ থেকে ছয় বছর আগে সাদা পোশাকধারী একটি দল এসএসপি’র কেন্দ্রীয় কার্যালয় থেকে তাদেরকে গ্রেপ্তার করে দীর্ঘ ১২ দিন আয়না ঘরের মতো জায়গায় রেখে অমানবিক নির্যাতনের
পরে কোর্টে মামলা দিয়ে জেলে হাজতে প্রেরণ করে। ৭ মাস ১৬ দিন কারা বরণের পরে জমিনে মুক্তি পেয়েছিল এই মামলায়।