মিরপুরে আড়ৎ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি অতঃপর মামলা
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ৩:২৩ অপরাহ্ণনিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর “শাহাবুদ্দিন এন্টারপ্রাইজ বেষ্টনী কাচামাল” আড়ৎ মার্কেটের আড়ৎ ব্যবসায়ী মোঃ শাহাবুদ্দীনের কাছে ৭ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় দারুসসালাম থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী মৃত হাসান উদ্দিনের ছেলে মোঃ শাহাবুদ্দীন।
আসামীরা হলেন, দারুসসালাম থানার প্রিয়াঙ্গন আবাসিক এলাকার বাসিন্দা মৃত আব্দুল দলিল মিজীর ছেলে মোঃ সাইফুল ইসলাম (৫২), শাহ্ আলী থানার মিরপুর-১, ব্লক-ডি, রোড নং-৮ এর বাসিন্দা মৃত তমিজ উদ্দিনের ছেলে মোঃ শাহজাহান (৪৫), মোঃ রাজন (৪২), রাজু (৫০) সহ অজ্ঞাতনামা আরোও – ১০/১২জন।
দারুসসালাম থানার মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদীরা ৩০ জন ব্যবসায়ী সুলতানুল আউলিয়া হযরত শাহ আলী বাগদাদী (রহঃ) মিরপুর মাজার শরীফ ওয়াকফ এস্ট্রেট হইতে দারুস সালাম থানাধীন দিয়াবাড়ী বালুর মাঠে বিশিল মৌজার ১৫ হাজার বর্গফুট জমি বরাদ্ধ নিয়ে জামানত দিয়ে প্রতিদিন পাকা রশিদের মাধ্যমে মাজার শরীফের ভাড়ার টাকা প্রদান করিয়া দারুস সালাম থানাধীন শাহাবুদ্দিন এন্টারপ্রাইজ বেষ্টনী কাঁচামালের আড়ৎ মার্কেট দিয়ে দিয়াবাড়ী বালুর মাঠে দীর্ঘদিন যাবৎ সু-নামের সাথে ব্যবসা করিয়া আসছে। উপরোক্ত বিবাদীরা বেশ কিছুদিন যাবৎ আমাদের আড়ৎ এ আসিয়া বাদীর কাছে চাঁদা দাবী করিয়া আসিতেছিল এমতাবস্থায় উপরোক্ত বিবাদীরা গত ১০/০২/২০২৪ তারিখ সকাল আনুমানিক ০৮:৩০ ঘটিকার সময় দারুস সালাম থানাধীন শাহাবুদ্দিন এন্টারপ্রাইজ বেষ্টনী কাঁচামালের আড়ৎ মার্কেট দিয়াবাড়ী বালুর মাঠে আসিয়া বাদীর কাছে সাত লক্ষ টাকা চাঁদা দাবী করে, বাদী চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানাইলে উপরোক্ত বিবাদীরা বাদীকে আড়ৎ এ ব্যবসা বাণিজ্য করিতে দিবে না মর্মে জানায় বাদীর ডাকচিৎকারে সাক্ষী-১। মোঃ ইউনুস (৪৫), ২। জাকির হোসেন (২৯), ৩। মোঃ জহুরুল ইসলাম (৩৯), সহ আশপাশের লোকজন আগাইয়া আসিলে উপরোক্ত বিবাদীরা বাদীর দোকান উচ্ছেদ করিবে মর্মে বাদীকে ভয়ভীতি হুমকি প্রদান করিয়া চলিয়া যায়। উপরোক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করিতে প্রশাসনের নিকট অনুরোধ জানান।
এবিষয়ে ভুক্তভোগী মোঃ শাহাবুদ্দীন বলেন, চাঁদা দাবির মামলার করার পরবর্তীতে মো: সাইফুল ইসলাম, মো: শাহাজাহান, রাজন, রাজু, ইমরান সহ বালুর মাঠে ১২/০২/২৪ তারিখ আনুমানিক রাত ২ টার সময় এর নেতৃত্বে ৫০ থেকে ৬০ জন লোক আমার দোকানে আসে এবং গালিগালাজ করে ও বলে আমি যাহাতে তাদের নামে থাকা মামলা তুলে নেই যদি মামলা না তুলি তাহলে আমাকে প্রাণ নাসের হুমকি প্রধান করে এবং আমার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি প্রদান করে। তাই আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। দারুসসালাম থানার জিডি নং ৭৮৭২, তারিখ ১৫/০২/২৪। এ ঘটনার বিষয়ে সঠিক তদন্ত করে বিচারের দাবি জানাচ্ছি।
এবিষয়ে দারুসসালাম থানার এস আই সুলতান মাহমুদ সাকিল বলেন, এ মামলার সকল আসামিরা জামিনে রয়েছেন। এ মামলার বিষয়ে সঠিক তদন্ত করে আদালতে পূর্ণাঙ্গ চার্জশিট প্রদান করা করা হবে।