রূপগঞ্জে ছাত্র শিবিরের সাবেক সদস্যদের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২:৩৪ অপরাহ্ণশাকিল আহম্মেদ, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির রূপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টম্বর) দুপুরে সরকারি মুড়াপাড়া কলেজ অডিটোরিয়ামে ইসলামী ছাত্রশিবিরের রূপগঞ্জ উপজেলার শাখার উদ্যোগে এ প্রীতি সমাবেশে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মুহাম্মদ আবদুল জাব্বার।
এসময় জামায়াতে ইসলামীর রূপগঞ্জ উপজেলা দক্ষিণ আমীর মাওলানা সাইফুল ইসলাম সিরাজীর সভাপতিত্বে ও ইসলামী ছাত্রশিবিরের নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি এ্যাডভোকেট ইসরাফিল হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন,নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর মমিনুল হক সরকার, রাজিবুর রহমান পলাশ,সাবেক কেন্দ্রীয় সভাপতি ইসলামী ছাত্রশিবির, ড: মো: ইকবাল হোসেন ভুইয়া,সাবেক সভাপতি ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ জেলা, জাময়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারির মো : জাকির হোসাইন,জামায়াতে-ইসলামী নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাসুদুর রহমান গিয়াস, জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলার সুরা ও কর্মপরিষদ সদস্য মোহাম্মদ আলী খান, মো: আনোয়ার হোসাইন মোল্লা কায়েতপাড়া ইউনিয়ন জামায়াতে সাধারণ সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ।