ছাতকে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৫ পূর্বাহ্ণছাতক প্রতিনিধিঃ ছাতকে বজ্রপাতে সুন্দর আলী(৪৭) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সকালে গ্রাম সংলগ্ন হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিনি মারা যান। সুন্দর আলী উপজেলার ছাতক সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের খুশিদ আলীর পুত্র। সকালে পরিবারিক প্রয়োজনে জাল দিয়ে মাছ ধরতে তিনি গ্রামের পার্শ্ববর্তী গোয়া বিলে গিয়েছিলেন। সেখানে মাছ ধরা অবস্থায় বজ্রপাত পতিত হয়ে ঘটনাস্থলেই সুন্দর আলীর মৃত্যু ঘটে। ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।