ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২০, ১০:৫৮ পূর্বাহ্ণস্টাফ রিপোর্টার
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সকল কার্যক্রম স্থগিত করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধাণর সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির কার্যক্রম স্থগিতের বিষয়টি অবগত করা হয়।
জানা গেছে, সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতে এ কমিটির সকল কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় কমিটি। পাশপাশি অভিযোগের বিষয়টি তদন্ত করতে দুই সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ প্রদান করা হয়েছে।
সবুজ সিলেট/নভেম্বর ২৪/ সুমন আহমদ