জামালগঞ্জে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২০, ৩:১৯ অপরাহ্ণ
জামালগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় ২০২১ শিক্ষাবর্ষে লটারির মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার সকালে জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তির উদ্বোধন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রানী মোদক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভ‚ষণ চক্রবর্ত্তী।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাকিব আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল মুকিত, অভিভাবক সদস্য মো. জসীম উদ্দিন, হেনা আক্তার, সহকারী প্রধান শিক্ষক সুব্রত রায়, সাবেক সদস্য মো. ওয়ালী উল্লাহ সরকার ও আব্দুল বাসিত দুলাল। পদ্মা, মেঘনা ও যমুনা ৩টি সেকশনে ১৪৯ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়।
সবুজ সিলেট/ ৩০ ডিসেম্বর/ এহিয়া