ইনজুরিতে কুতিনহো
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২০, ২:২৬ অপরাহ্ণ
স্পোর্টস ডেস্ক :: ব্রাজিলের বার্সেলোনা প্লে মেকার ফিলিপে কুতিনহো বড় ইনজুরিতে পড়েছেন। তার বাঁ-পায়ের হাঁটুতে অস্ত্রোপচার করাতে হবে। কয়েক মাস তাই ব্রাজিল মিডফিল্ডারকে মাঠের বাইরে থাকতে হবে। কুতিনহোর পুনরায় ইনজুরিতে পড়া বার্সা কোচ রোনাল্ড কোম্যানের জন্য বড় চিন্তার।
এর আগেও ইনজুরিতে মাঠের বাইরে ছিলেন সাবেক লিভারপুল মিডফিল্ডার। ওই ইনজুরি কাটিয়ে উঠতেই আবার ইনজুরিতে ছিটকে গেলেন বায়ার্ন মিউনিখে ধারে একটি মৌসুম কাটিয়ে আসা এই সেলেকাও তারকা। এছাড়া বার্সা শিবিরের আনসু ফাতি, সার্জিও রর্বাতো এবং জেরার্ড পিকেরা ইনজুরিতে আছেন।
বার্সেলোনা এক বিবৃতি দিয়ে জানিয়েছে, কুতিনহোর ইনজুরি রিপোর্ট থেকে নিশ্চিত হওয়া গেছে যে, বাঁ-পায়ের হাঁটুর লিগামেন্টে আঘাত পেয়েছেন তিনি। তার পায়ে অস্ত্রোপচার দরকার, যা কয়েক দিনের মধ্যেই সম্পর্ণ হবে।
কুতিনহো চলতি মৌসুমে ১৪ ম্যাচ খেলে তিন গোল করেছেন ও দুই গোলে সহায়তা দিয়েছেন। মৌসুমের শুরুতে তিনি দারুণ ছন্দে ছিলেন। কিন্তু বায়ার্ন মিউনিখের সেই ছন্দ তিনি ক্যাম্প ন্যুতে ধরে রাখতে পারেননি। তাকে তাই বিক্রি করে দেওয়ার গুঞ্জন আছে। তবে কাতালানরা তাকে জানুয়ারির দলবদলের মৌসুমে বিক্রি করতে চায় না। নতুন মৌসুমের আগে বিক্রির সুযোগও কম।