সরকার সারাদেশের মতো সুনামগঞ্জের উন্নয়ের চাকা পাল্টে দিয়েছে ….পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২০, ১১:৫৮ পূর্বাহ্ণ
সুনামগঞ্জ প্রতিনিধি
পরিকল্পনামন্ত্রী আলহাজ¦ এম এ মান্নান সুনামগঞ্জ পৌরসভার সকল নাগরিকদের ধন্যবাদত জানিয়ে বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সারাদেশের মতো সুনামগঞ্জের উন্নয়ের চাকা পাল্টে দিয়েছেন।
পৌরসভাসহ জেলার প্রত্যন্ত অঞ্চলের চেহারা বদলে দেয়ার জন্য বড় বড় মেগা প্রকল্প হাতে নিয়ে কাজ শুরু করেছেন। তিনি বলেন,এই সরকার সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখতের মাধ্যমে এই শহরে অসাম্প্রদায়িক চেতনার একটি উন্নত ও আধুনিক পৌরসভা গঠনের অংশ হিসেবে পৌরসভার রাস্তাঘাটের সংস্কার কাজ শুরুর পাশাপাশি আজ পানি শোধনাগার চালু হওয়ার ফলে পৌরবাসীর পানি সংকট অনেকটা নিরসন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন আমার কাছে সুনামগঞ্জ জেলা শহর যেমন তেমনিভাবে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাসহ প্রত্যেকটি উপজেলাই একইভাবে। কাজেই যারা বর্তমান সরকারের উন্নয়নের চাকাকে থামিয়ে দিতে কটকৌশল করছেন তারা মূলত হাওরপাড়ের মানুষের উন্নয়ন যাচ্ছেন না। আসুন সকল ভেদাভেদ আর মতানৈক্য ভূলে গিয়ে আমরা বঙ্গবন্ধুকে যারা ভালেেবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের কর্মী হিসেবে সুনামগঞ্জকে ভালবাসি । এজন্য আওয়ামীলীগ যুবলীগ,কৃষকলীগ শ্রমিকলীগ ও ছাত্রলীগের সকল অনুসারীরা এক কাতারে সামিল হয়ে সুনামগঞ্জকে একটি আধুনিক জেলায় রুপান্তরিত করতে সরকারের মেগা প্রকল্পগুলো বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।
তিনি মঙ্গলবার দুপুর ১২টায় সুনামগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের অর্থায়নে ও জনস্বাস্থ্য বিভাগ ও সুনামগঞ্জ পৌরসভার যৌথ বাস্তবায়নে পৌর শহরের হাছন নগরে পানি শোধনাগানের উদ্বোধন পরবর্তী ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে পরিকল্পনামন্ত্রী আলহাজ¦ এম এ মান্নান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিশেস অতিথির বক্তব্যে পৌরসভার মেয়র নাদের বখত প্রথমেই জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী আলহাজ¦ এম এ মান্নানের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করে বলেন,সুনামগঞ্জ পৌর সভার হাছন নগর এলকায় স্থাপিত পানি শোধনাগার চালুর ফলে পৌর নাগরিকদের পানি সংকট অনেকটা লাঘত হবে। তিনি আগামী ডিসেম্বর মাসের পৌরসভার নির্বাচনকে সামনে রেখে তার মেয়াদকালীন সময়ের ভেতরে পৌর নাগরিকদের মৌলিক সমস্যা পানি সংকট নিরসন,চারদফা বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তাগুলোর সংস্কার কাজ দ্রæত সময়ের মধ্যে সম্পন্ন করার পাশাপাশি অবশিষ্ঠ কাজগুলো সম্পন্ন করার প্রতিশ্রæতি পূনব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ হোসেন প্রকল্পের প্রজেক্ট ইজ্ঞিনিয়ার মো. তহিদুজ্জামান,জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সৈকত দাস,পৌর আওয়ামীলীগের সহ সভাপতি মো. শফিকুল ইসলাম শফিক,দপ্তর সম্পাদক লিটন সরকার,আইন বিয়ষক সম্পাদক এড.মাহবুবুল হাসান শাহীন,পৌরসভার প্যানেল হোসেন আহমদ রাসেল,পৌর কাউন্সিলর আহমদ নুর,মো. ফয়জুন নুর,জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।
সুনামগঞ্জ পৌরসভার হাছন নগর-২ এলাকায় নির্মিত এই পানি শোধনাগারটি প্রতি ঘন্টায় ৩৫০ ঘন মিটার পানি শোধনের ধারন ক্ষমতা সম্পন্ন। সুনামগঞ্জ পৌরসভার হাছন নগর এলাকায় এক একর জায়গার উপর মোট ১৭কোটি টাকা ব্যয়ে ১৮ কিঃ মিটার পাইপ লাইনের মাধ্যমে তিনতলা বিশিষ্ঠ পৌর পানি শোধনাগারের উদ্বোধন করা হয়েছে।
সবুজ সিলেট/নভেম্বর ২৪/ সুমন আহমদ