দেশের ৬৫ ভাগ মানুষ ইন্টারনেট সুবিধার আওতায় কাজ করছেন: বাণিজ্যমন্ত্রী
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২০, ১২:০২ অপরাহ্ণসবুজ সিলেট ডেস্ক ::
উদ্বোধনী সেশনে বক্তব্য দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি কমনওয়েলথ বিটুবি হাই লেভেল ভারচ্যুয়াল মিটিংয়ের উদ্বোধনী সেশনে স্বাগত বক্তব্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটালাইজেশনে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের অর্থনীতিতে ডিজিটাল সুবিধা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ কারণে অর্থনীতিতে ৯৮ ভাগ মোবাইল ব্যাংকিং সুবিধা অবদান রাখছে। ইন্টারনেট সুবিধার আওতায় বাংলাদেশের ৬৫ ভাগ মানুষ কাজ করছেন।’
সোমবার (২৩ নভেম্বর) রাতে কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে প্রাইভেট সেক্টরগুলোর মধ্যে সরাসরি আলোচনার সুযোগ সৃষ্টি এবং অগ্রাধিকার খাতগুলো চিহ্নিত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের লক্ষ্যে কমনওয়েলথ বিটুবির তৃতীয় সভা অনলাইনে অনুষ্ঠিত হয়। এতে আলোচ্য বিষয় ‘প্রাইভেট সেক্টরে ডিজিটাল অ্যান্ড গ্রিন বিজনেস রিকভারি’র ওপর বক্তব্য দেওয়ার সময় বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
ডিজিটালাইজেশনে অগ্রগতি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘ডিজিটাল কমার্সের আওতায় এখন এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি বাণিজ্য হচ্ছে। ই-কমার্সের মধ্যে অর্ধেক কাজ করছেন বাংলাদেশের নারীরা। কোভিড-১৯-এর কঠিন অবস্থাতেও বাংলাদেশের অর্ধনৈতিক প্রবৃদ্ধি ৫.২৪ ভাগ। এটা এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি।’
এ সময় বাণিজ্যমন্ত্রী কমনওয়েলথ বিটুবি ডিজিটাল কানেকটিভিটি গ্রহণ, কমনওয়েলথ বিটুবি ডিজিটাল মার্কেট প্লেস সৃষ্টি, ভার্চুয়াল ট্রেইনিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম গ্রহণ, কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ক্লাইমেট চ্যালেঞ্জ মোকাবিলায় ক্ষয়-ক্ষতি কাটিয়ে ওঠার পদক্ষেপ গ্রহণ করার প্রস্তাব পেশ করেন। তিনি বলেন, ‘এজন্য কমনওয়েলথকে দীর্ঘমেয়াদি কাজ করতে ওয়ার্কিং গ্রুপ গঠন করতে হবে।’
এ সময় অনলাইনে সংযুক্ত ছিলেন, বাণিজ্যসচিব ড. মো. জাফর উদ্দীন, যুক্তরাজ্যের ইন্টারন্যাশনাল ট্রেড ডিপার্টমেন্টের এক্সপোর্ট ডিপার্টমেন্টের মন্ত্রী গ্রাহাম স্টুয়ার্ট. কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান লর্ড মার্ল্যান্ড। বিষয়ের ওপর কি-নোট উপস্থাপন করেন কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল বারোনেস পেট্রিসিয়া স্কোটল্যান্ড। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লন্ডনে বাংলাদেশের রাষ্ট্র্রদূত সাইদা মুনা তাসনিম।
অনলাইনে প্যানেল ডিসকাসনে অংশ নেন– পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি, রুয়ান্ডার ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্টার সোরায়া হাকুজিইয়ারিমে, জ্যামাইকার ফরেন অ্যান্ড ফরেন ট্রেড মিনিস্ট্রির সিনাতোরকামিনা জনসন স্মিথ, প্যাসিফিক আইসল্যান্ড প্রাইভেট সেক্টর অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান স্টিফেন লায়ন এবং কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের চিফ এক্সিকিউটিভ অফিসার সামন্থ কোহেন সিভিও।
সবুজ সিলেট/ এস মায়াজ আ্হমদ তালহা