দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান আর নেই : ইমজার শোক প্রকাশ
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২০, ১২:০৮ অপরাহ্ণপ্রেস বিজ্ঞপ্তি
দেশের শীর্ষ স্থানীয় পত্রিকা দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান আর নেই। আজ মঙ্গলবার সকাল ৭টা ২০ মিনিটে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিলেটের সকল টিভি সাংবাদিক দের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া জার্ণালিস্ট এসোসিয়েশন ইমজা। ইমজা সিলেটের সভাপতি মাহবুবুর রহমান রিপন ও সাধারণ সম্পাদক সজল ছত্রী এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, খন্দকার মুনীরুজ্জামান ছিলেন সাংবাদিক অঙ্গনের এক উজ্জল নক্ষত্র হঠাৎ তার এই চলে যাওয়া দেশের সকল সাংবাদিক দের জন্য এক অপূরণীয় ক্ষতি যা কোন কিছু দিয়ে পুরুন হবে না।
উল্লেখ্য করোনাভাইরাসে সংক্রমিত হয়ে খন্দকার মুনীরুজ্জামান মুগদা জেনারেল হাসপাতালে ২১ দিন ভর্তি ছিলেন। করোনা থেকে তিনি সেরে উঠেছিলেন। কিন্তু করোনা–পরবর্তী নানা জটিলতায় তিনি মারা গেছেন। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। তাঁর স্ত্রী চিকিৎসক।
সবুজ সিলেট/নভেম্বর ২৪/ সেলিম হাসান