ইসলামের দৃষ্টিতে জাদু
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২০, ২:৫২ অপরাহ্ণ
ইসলাম ও জীবন ডেস্ক :: ইসলামী শরিয়তের দৃষ্টিতে জাদু করা হারাম। কোরআন ও হাদিসে এ বিষয়ে স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। মহান আল্লাহ বলেন, ‘কিন্তু শয়তানরা কুফরি করে মানুষকে জাদু শিক্ষা দিত।’ (সুরা : বাকারা, আয়াত : ১০২)
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলে করিম (সা.) বলেন, ‘তোমরা সাতটি ধ্বংসাত্মক বিষয় থেকে বেঁচে থাকবে। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসুল! ওই ধ্বংসাত্মক বিষয়গুলো কী? রাসুলে করিম (সা.) জবাবে বলেন,
১. আল্লাহর সঙ্গে শরিক করা,
২. জাদু করা,
৩. অন্যায়ভাবে কাউকে হত্যা করা—যা আল্লাহ হারাম করেছেন,
৪. সুদ খাওয়া,
৫. এতিমের সম্পদ আত্মসাৎ করা,
৬. জিহাদের ময়দান থেকে পলায়ন করা,
৭. সতীসাধ্বী মুমিন নারীকে অপবাদ দেওয়া।’ (সহিহ বুখারি, হাদিস : ২৫৬)