অসচ্ছল প্রতিবন্ধীদের ভাতা প্রদান বাস্তবায়ন কমিটির সদস্য হলেন ওয়াহিদুর রহমান ওয়াহিদ
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২০, ৪:১৬ অপরাহ্ণসবুজ সিলেট ডেস্ক ::
সমাজসেবা অধিদফতরাধীন, সিলেট সমাজসেবা কার্যালয় কর্তৃক পরিচালিত অসচ্ছল প্রতিবন্ধীদের ভাতা প্রদান কার্যক্রম বাস্তবায়ন কমিটির সদস্য মনোনিত হয়েছেন দৈনিক সিলেটের ডাক-এর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ।
সিলেট ১ আসনের সংসদ সদস্য, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন কর্তৃক তাঁকে মনোনিত করা হয়। পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া এ দায়িত্ববোধ তিনি সততা ও ক্ষমা নিষ্ঠা ও স্বচ্ছতার সাথে পালনের অঙ্গিকার করেন। এমন মহতি দায়িত্ব প্রদানের জন্য ড. একে আব্দুল মোমেন এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ওয়াহিদুর রহমান ওয়াহিদ। এদিকে ওয়াহিদুর রহমান ওয়াহিদ দৈনিক সিলেটের ডাক-ছাড়াও রোটারি ক্লাব অব সিলেট গার্ডেন সিটি’র ডেপুটি গভর্ণর। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে তার সম্পৃক্ততা রয়েছে। কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ সম্প্রতি তাকে শ্রেষ্ঠ কমউিনিটি পুলিশিং সদস্য সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া তিনি বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।
সবুজ সিলেট/ এস মায়াজ আহমদ তালহা