গোলাপগঞ্জে সূচনা প্রকল্পের কর্মশালা
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২০, ৪:৫৯ অপরাহ্ণগোলাপগঞ্জ প্রতিনিধি
সিলেটের গোলাপগঞ্জে সূচনা প্রকল্পের “পুষ্ঠি উন্নয়নে সহযোগিতা জোরদারকরণ ” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলা হলরুমে গোলাপগঞ্জ সূচনা প্রকল্পের জিসিডিও সেলিম রেজার পরিচালনায় কর্মশালায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুর রহমান।
সিলেটের আরডিআরএস সূচনা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ ফরাজদুক ভূইয়ার স্বাগত বক্তব্যর মাধ্যেমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা খায়রুল আমিন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, মৎস্য কর্মকর্তা হাছিবুল হাছান, সিলেটের সেইভ দ্যা চিলড্রেনের সিনিয়র ম্যানেজার লাইবলিহুড মাহবুব হাছান, সেইভ দ্যা চিলড্রেনের সিনিয়র ম্যানেজার কনসোর্টিয়াস মোহাম্মদ নবিনুর রহমান, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইউনুছ চৌধুরী, ভাদেশ্বর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন, আমুড়া ইউপি চেয়ারম্যান রুহেল আহমদ, সূচনা প্রকল্পের আইডিই টেকনিক্যাল স্পেশালিষ্ট সুব্রত কুমার রায়, ওয়ালফিসের ফিসারিজ ডেভেলপমেন্ট অফিসার পঙ্কজ কুন্ডু, উপজেলা আরডিআরএসের প্রকল্প সমন্বয়কারী এ এস এম মাহফুজুর রহমান, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর প্রমুখ।
কর্মশালার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন উপজেলা মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল মতিন। উপকারভোগীদের মধ্যে কর্মশালায় সূচনা প্রকল্পের সফলতার ও প্রত্যাশাসমূহ উপস্থাপন করেন মাহমুদা বেগম ও লাভলী বেগম।
সবুজ সিলেট/নভেম্বর ২৪/ সেলিম হাসান