গোলাপগঞ্জে মাস্ক না পরায় ১৩ জনকে জরিমানা
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২০, ৫:০১ অপরাহ্ণগোলাপগঞ্জ প্রতিনিধি
সিলেটের গোলাপগঞ্জে মাস্ক না পরায় ভ্রাম্যমান আদাতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাসের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ১৩ জনের কাছ থেকে ২হাজার ৮’শ টাকা জরিমানা আদায় করা হয়।
জরিমানার বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস বলেন, বুধবার ঢাকাদক্ষিণ বাজারে স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৩ জনকে জরিমানা করা হয়। চলমান শীতকালীন সময়ে করোনা ব্যাপক আকারে বাড়ার আশংকা দেখা দেওয়ায় সবাইকে সচেতন থাকতে তিনি সকলের প্রতি আহবান জানান।
সবুজ সিলেট/নভেম্বর ২৪/ সেলিম হাসান