রায়হান হত্যা: কোতোয়ালির আরও দুই পুলিশ বরখাস্ত
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২০, ১১:৩৩ পূর্বাহ্ণস্টাফ রিপোর্টার
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান হত্যার মূল অভিযুক্ত বরখাস্তকৃত এসআই আকবর হোসেন পালিয়ে যাওয়ার ঘটনায় কোতোয়ালি থানার ওসি (তদন্ত) সৌমেন মিত্র ও মামলার প্রথম তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক বাতেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ বুধবার (২৫ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বি এম আরাফ উল্যাহ তাহের।
ওসি (তদন্ত) সৌমেন মিত্র আকবরের সিনিয়র কর্মকর্তা ও বাতেন ছিলেন রায়হান হত্যা মামলার প্রথম তদন্ত কর্মকর্তা। পুলিশ সদর দপ্তরের নির্দেশে তাদের দু’জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত উপ-কমিশনার বি এম আরাফ উল্যাহ তাহের।
বরখাস্তকৃত দুইজনের মধ্যে সৌমেনকে রংপুরে ও বাতেনকে সিলেট পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।
সবুজ সিলেট/নভেম্বর ২৫/ সেলিম হাসান