সিলেটে প্রবাসী হামলার ঘঠনাকে অপপ্রচার করে সংবাদ প্রচারের তিব্র নিন্দা
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২০, ১১:৩২ পূর্বাহ্ণকামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র ::
মিশিগান স্টেট যুবলীগের সভাপতি মোঃ জাহেদ মাহমুদ আজিজ সুমন ও সাধারণ সম্পাদক শেখ বদরুদ্দোজা জুনেদ এক যৌথ বিবৃতিতে বলেন সিলেট শহরে যুক্তরাষ্ট্রের প্রবাসীর উপর যে হামলা হয়েছে তাকে মিশিগান স্টেট যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বলে যে সংবাদ প্রচার করা হয়েছে আমরা এই সংবাদের তিব্র নিন্দা জানাচ্ছি কারন মিশিগান স্টেট যুবলীগে এই নামে কোন সদস্য ও নাই।এই হামলার ঘঠনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য এই ভূয়া ও ভিত্তিহীন সংবাদ প্রচার করা হচ্ছে।
এছাড়াও মিশিগান স্টেট যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আরোও বলেন যেহেতু ঘঠনাটি পুলিশ খতিয়ে দেখছে যদি এই হামলা ও ছিনতাই কারনে হয় তাহলে আমরা প্রবাসী হিসাবে এর বিচার চাই আর যদি ঘঠনাটি কোন নারী ঘঠিত কারনে ঘঠে থাকে তারও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।
তবে আমরা চাই ঘঠনার সত্যতা খুজে বের করা হউক।কিন্তু এই ঘঠনা নিয়ে মিশিগান স্টেট যুবলীগের নাম না ব্যাবহার করার আহ্বান জানান।
সবুজ সিলেট/ এস মায়াজ আহমদ তালহা