ময়নাতদন্ত করতে মর্গে ম্যারাডোনার লাশ
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২০, ১২:১৭ অপরাহ্ণক্রীড়া ডেস্ক ::
আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা বুধবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। বুয়েন্স আয়ার্সের হাসপাতালে তার মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচারের পর গত মাসে হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন ম্যারাডোনা। তিগ্রে’তে নিজ বাসায় মৃত্যু হয়েছে তার। আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে বুয়েন্স আয়ার্স পুলিশ। তার মরদেহ বাসভবন থেকে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেয়া হয়েছে। যদিও আর্জেন্টিনার শহর স্যান ইসদ্রোর প্রসিকিউটর জন ব্রোয়েট বুধবার জানান, তার শরীরে ‘কোনো আঘাতের চিহ্ন নেই’ এবং সবকিছুই ইঙ্গিত দিচ্ছে যে তার মৃত্যু ‘স্বাভাবিক’।
এক বিবৃতিতে ব্রোয়েট বলেন, ‘স্থানীয় সময় ৪টায় পুলিশ তার লাশের ফরেনসিক কাজ শুরু করেছে। এছাড়া তার মৃত্যুর কারণ নিশ্চিত হতে সান ফার্নেন্দো হাসপাতালে লাশের ময়নাতদন্ত করা হবে বলে জানান তিনি।’
এদিকে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার নিজ শহর বুয়েন্স আয়ার্সে। ১৯৭৬ সালে তিনি আর্জেন্টিনোস জুনিয়র্সে যোগ দিয়ে পেশাদার ফুটবল শুরু করেন। তার ভক্তরা সেই ক্লাবের স্টেডিয়ামের দেয়ালে ম্যারাডোনার ছবি এঁকে তাকে স্মরণ করছে।
একজন সমর্থক বলেন, ‘আমার বিশ্বাস হচ্ছে না। আমার মনে হয় না এটা সত্য। ম্যারাডোনা মরতে পারেন না।’
আরেকজন বলেন, ‘আমি চিৎকার করে কেঁদে ফেলেছি। ম্যারাডোনার মৃত্যুর খবরটা পাওয়া মাত্র আমি নিজেকে সামলাতে পারিনি। খুব কষ্ট হচ্ছে।’
ম্যারাডোনার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে বোকা জুনিয়র্স তাদের কোপা লিবার্টেডোর্সের ম্যাচ বাতিল করেছে। আর তার প্রিয় ক্লাব নাপোলির সমর্থকরাও মোমবাতি জ্বালিয়ে ও তার ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
সবুজ সিলেট/ এস মায়াজ আহমদ তালহা