বাংলাদেশ আইন ছাত্র অধিকার পরিষদ’র আত্ম-প্রকাশ ও ৪ দফা দাবীতে মানববন্ধন
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২০, ১:১৪ অপরাহ্ণসবুজ সিলেট ডেস্ক ::
আইন বিষয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের ন্যায্য দাবী-দাওয়া ও অধিকার আদায়ের লক্ষে আনুষ্ঠানিক ভাবে ‘বাংলাদেশ আইন ছাত্র অধিকার পরিষদ’র আত্ম-প্রকাশ।
২৬ নভেম্বর বৃহস্পতিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার মধ্যদিয়ে এই ছাত্র সংগঠনের আত্ম-প্রকাশ ঘটে।
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে ২০১৮-১৯ শিক্ষা বর্ষের বাকী ২০০ মার্কের পরীক্ষা দ্রুত গ্রহন নাতুবা ৫০০ মার্কের পরীক্ষার উপর ফলাফল, সেশন জঠ দূর করে শিক্ষা ব্যবস্থার স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা, বিচার বিভাগে ৩য় শ্রেনীর নিয়োগে আইন বিভাগের শিক্ষার্থীদের বাধ্যতা মূলক নিয়োগ এবং বার কাউন্সিল কর্তৃক প্রতি বছর সনদ পরীক্ষার দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনে অংশগ্রহন করেন সংগঠনের সদস্যরা।
চাঁর দফা দাবীতে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন নবগঠিত ‘বাংলাদেশ আইন ছাত্র অধিকার পরিষদ’র মুখপাত্র পলাশ সেনাপতি, সদস্য সচিব তারেক হাসান চৌধুরী, মোঃ সাদিকুর রহমান, আবু নাহিদ সোহান, বেলাল আহমদ, মুহিন বক্স, ফারুক আহমদ, সালমা খাতুন, জহিরুল ইসলাম, মুন্নি চেধুরী, ফেরদৌসি আক্তার, হোসেন আরা বেগম, মাহবুব আহমদ, সবুজ মোল্লা, সেফু চৌধুরী, রাসেল আহমদ, সামসুদ্দোহা, ডলি বেগম, আহমদ আল জহির, দুলন চন্দ্র দাস, মোহন আহমদ, প্রমুখ।
সবুজ সিলেট/ এস মায়াজ আহমদ তালহা