আবার আলোচনায় প্রিয়া প্রকাশ
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২০, ১:৫৮ অপরাহ্ণ
বিনোদন ডেস্ক :: মনে আছে সেই প্রিয়া প্রকাশ ওয়ারিয়রের কথা? মালয়ালাম ‘অরু আদার লাভ’ ছবিতে সেখানে এক চোখের রোমান্টিক ইশারার দৃশ্যটি ভাইরাল হয়ে গিয়েছিল। এরপর থেকে তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিনা তুমুল মাতামাতি। আবার আলোচনায় এসেছেন প্রিয়া প্রকাশ ওয়ারিয়র। তবে চোখের ইশারায় নয়, গান গেয়ে আবার ভক্তদের মনে ঝড় তুলেছেন তিনি।
পরনে ওয়াইন রেড শাড়ি, সঙ্গে স্লিভলেস ব্লাউজ। কানে হীরের ঝুমকো। কোনো এক অনুষ্ঠানে বন্ধুদের সঙ্গে এভাবেই আড্ডা দিচ্ছিলেন প্রিয়া । সেখানে বসে মোবাইলে চোখ রাখতে রাখতেই গেয়ে উঠলেন ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির ‘চান্না মেরেয়া’ গানটি। শেষদিকে প্রিয়ার সঙ্গে গলা মেলালেন তার বন্ধুরাও।
এমনই একটি ভিডিও প্রিয়া নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। আর সেটিই দ্রুত ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।
প্রিয়া প্রকাশ অভিনীত মালয়ালাম ছবি ‘উরু আডার লাভ’ দিয়েই মূলত তার বলিউডে পথচলা শুরু হয়।