গুজরাটে করোনা হাসপাতালে আগুন, নিহত ৫
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২০, ৯:৪৫ পূর্বাহ্ণআর্ন্তজাতিক ডেস্ক::
ভারতের গুজরাট রাজ্যের রাজকোটে করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন রোগী মারা গেছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালটিতে চিকিৎসাধীন আরও অন্তত ৩০ জন রোগীকে উদ্ধার করা হয়েছে।
এরই মধ্যে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। রাজকোটের মাভদি এলাকার উদয় শিভানন্দ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনাটি কী কারণে ঘটেছে, তা এখনো জানা যায়নি।
দমকল বাহিনীর একজন কর্মকর্তা বলেছেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসেছি আমরা। আইসিইউর ভেতরে অগ্নিকাণ্ডে তিন রোগী মারা গেছে। ৩০ জনকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা রোগীদের অন্য একটি করোনা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সবুজ সিলেট/২৭ নভেম্বর/শামছুন নাহার রিমু