করোনায়:সিলেট বিভাগে আক্রান্ত বেড়ে ১৪৫৬৬
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২০, ৭:৩৩ পূর্বাহ্ণস্টাফ রিপোর্টার::
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ২৪ জন সুস্থ হয়েছে। সুস্থদের সবাই সিলেটের বাসিন্দা।
আর সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৪৫ জন। এরমধ্যে সিলেট জেলার ৭ হাজার ৬৬৮ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪০৫ জন, হবিগঞ্জে ১৫৫৯ জন এবং মৌলভীবাজারের ১৭১৩ জন সুস্থ হয়েছেন।
একই সময়ে আরও ৩০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৬৬ জন।
এরমধ্যে সিলেট জেলায় ৮ হাজার ৩৮৫ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৬৪, হবিগঞ্জে ১ হাজার ৮৯২ এবং মৌলভীবাজারে ১ হাজার ৮২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
গতকাল শনিবার (২৮ নভেম্বর) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তবে শনিবার পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪৩ জন।
এরমধ্যে সিলেট জেলার ১৮০ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারের ২২ জন।
আর করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৯৬৪ জন।
সবুজ সিলেট/২৮ নভেম্বর/শামছুন নাহার রিমু