খালেদা জিয়ার সুস্থতা ও ইলিয়াস আলীর সন্ধান কমনায় ওসমানীনগরে দোয়া মাহফিল
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২০, ১০:২৮ পূর্বাহ্ণওসমানীনগর প্রতিনিধি ::
সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও নিখোঁজ বিএনপি নেতা সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সন্ধান কমনায় ওসমানীনগরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফ্রান্স যুবদল নেতা জায়েদ আহমদের উদ্যোগে শুক্রবার বাদ আসর উপজেলার শেরপুর নতুন বাজার জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরবর্তী সংক্ষিপ্ত আলোচনায় নেতৃবৃন্দরা বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার প্রয়োজন। কিন্তু বাকশালী আওয়ামীলীগ সরকারের নানা সড়যন্ত্রে বেগম জিয়া বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা গ্রহন করতে পারছেন না।
সরকারের এসব স্বৈরাচারি কর্মকান্ডে দেশের জনগন আজ দিশেহারা হয়ে উঠেছে। সিলেটের কোটি মানুষের নেতা এম ইলিয়াস আলীকে গুম নামক কারগারে বন্দি করে রেখে সিলেটের উন্নয়ন কর্মকান্ডকে বাধাগ্রস্ত করা হচ্ছে। আওয়ামীলীগের পতনের সময় এসেছে বিষয়টি বুঝতে পেরে তাদের লালিত পুলিশ বাহিনী ও দলীয় সন্ত্রাসী আজ সাধারণ মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে। তাদের নির্যাতনে দেশের জনগন আজ অতিষ্ঠ। সরকার পতন আন্দোলনের ডাক দিতে দেশের সাধারণ জনগন এখন সাধারণ জনগন ঐক্যবদ্ধ ।
এসময় উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ এহিয়া, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রব আল মামুন, জালাল উদ্দিন, আলী আজগর ফয়েজ, বিশ্বনাথ পৌর বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য সাবেক জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান খালেদ, উপজেলা বিএনপি নেতা শেখ শফিক উদ্দিন, নিজাম সিদ্দকি, আব্দুল বাছিত মাবরুর, আছাব উদ্দিন কালা মিয়া, জিলাদ আহমদ, এমরুল চৌধুরী, সাদিপুর ইউনিয়ন বিএনপি নেতা এখলাছুর রহমান সাগর, আতর আলী, আনছার মিয়া, আব্দুর রহমান, আব্দুস শহিদ, সাব্বির আহমদ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক আহবাবুল হোসেন আহবাব, শাহ এনায়েত হোসেন, আনহার মিয়া, সৈয়দ হুমায়েল আলী, কামরুজ্জামান, হাফিজুর রহমান রহেল, মুনছুর চৌধুরী, সাবেক ইউপি সদস্য সেলিম আহমদ, ওমর ফারুখ, কাজী জাওয়াদ, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাসেল আহমদ, ওসমানীনগর উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আনহার মিয়া, মুক্তাদির আলী, সাদিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কাজী শওকত, সাধারণ সম্পাদক আলী আহমদ, পৈলনপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, ছাত্রনেতা তারেক আহমদ, শাহ উসামা, উজ্জল আহমদ, ফুরকাছ আলী, সুরমান আলী, রিয়াজ আহমদ, রাব্বি আহমদ, রুহেল মিয়া, নাদিল আহমদ, খুরশেদ আলম, মুয়াজ্জিন মিয়া, শিপন আহমদ প্রমুখ। মিলাদ শেষে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, ইলিয়াস আলীর সন্ধান, দেশ ও জাতির মঙ্গল কমনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
সবুজ সিলেট/ এস মায়াজ আহমদ তালহা