সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে ওসমানীনগরে মহিলা সমাবেশ অনুষ্ঠিত
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২০, ১:২৪ অপরাহ্ণসবুজ সিলেট ডেস্ক ::
নারীদের উন্নয়ন অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অবিস্মরণীয় বলে উল্লেখ করেছেন সিলেট মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহিনা আক্তার। তিনি ২৮ নভেম্বর শনিবার দুপুর ১১ টায় “গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ” শীর্ষক প্রকল্পের আওতায় সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে ওসমানীনগর উপজেলার হস্তিদুর গ্রামে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সিলেট জেলা তথ্য অফিসের উপপরিচালক জুলিয়া যেসমিন মিলি’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি শাহাবুদ্দিন শাহীন, ইউপি সদস্য আব্দুজ জহুর শুকুর ও সাবেক ইউপি সদস্য আজির উদ্দিন। বক্তারা গ্রাীণ জনগোষ্ঠীর উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। প্রধান অতিথির বক্তব্যে উপপরিচালক শাহিনা আক্তার আরও বলেন-সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে মা-দের ভূমিকা অগ্রগন্য। তবে সর্বক্ষেত্রে নিজ নিজ সন্তানদেরকে সুশিক্ষা অর্জনের মাধ্যমে এবং নৈতিকতার উন্নতি করে সন্তানদেরকে গড়ে তুলতে হবে আগামীর সম্ভাবনাময় একজন হিসেবে। তিনি বলেন যতক্ষণ পর্যন্ত সবার মধ্যে মূল্যবোধের পরিবর্তন না আসবে ততক্ষণ নিজেদেরকে শোধরানো সম্ভব হবেনা।
সভাপতির বক্তব্যে উপপরিচালক জুলিয়া যেসমিন মিলি বলেন-গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নকল্পে সরকারের নানামুখী উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে জনগণকে অবহিত ও সম্পৃক্ত করণের লক্ষ্যেই এই আয়োজন। তবে আয়োজনের স্বার্থকতা পেতে সর্বস্তরের নারী-পুরুষকে অনুষ্ঠানে অংশগ্রহনের মাধ্যমে অর্জিত বার্তা সবার নিকট পৌঁছানো জরুরী বলে মনে করেন তিনি। অনুষ্ঠানে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন-স্বাস্থ্যকর্মী আতকিয়া মুর্শিদা, প্রধান শিক্ষক সুপ্তা রাণী দেব ও পুষ্টিকর্মী মাছুমা বেগম। সিলেট জেলা তথ্য অফিসের ঘোষক মোঃ লেবাছ উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত মহিলা সমাবেশে জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা, এনজিওকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মহিলা অংশগ্রহণ করেন।
সবুজ সিলেট/ এস মায়াজ আহমদ তালহা