ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুল মালিক রাজা’র মৃত্যুতে ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের শোক
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২০, ১:২৮ অপরাহ্ণসবুজ সিলেট ডেস্ক ::
সিলেট জেলা ক্রীড়া সংস্থার নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের যুগ্ম-সম্পাদক, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট, সিলেট জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট, চতুরঙ্গ যুব সংঘ এর সভাপতি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সিলেট ক্রীড়াঙ্গনের সুপরিচিত ব্যক্তিত্ব আব্দুল মালিক রাজা (৬৭) এর মৃত্যুতে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সিলেট জেলা ও বিভাগীয় ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ ।
একইসঙ্গে তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মহান আল্লাহতালার দরবারে দোয়া প্রার্থনা করেছেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
সবুজ সিলেট/ এস মায়াজ আহমদ তালহা