ছাতকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২০, ৯:৩২ পূর্বাহ্ণছাতক প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতকে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে রবি/২০২০/২১ মৌসুমে বোরো ধান, গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন মুগ, মসুর, খেসারি, টমেটো ও মরিচ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা ও পুনর্বাসনের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ছাতকের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবিরের সভাপতিত্বে উপ সহকারী কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম পারভেজের পরিচালনায় অনুষ্ঠিত বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ছাতক-দোয়ারা নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবু সাদাত মো. লাহিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ছাতক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, দোয়ারা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, আওয়ামী লীগ নেতা চান মিয়া চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক হোসেন খান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা মডেল মসজিদের মুয়াজ্জিন সাজ্জাদুর রহমান।
এসময় আওয়ামী লীগ নেতা মোশাহিদ আলী, কালারুকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, আওয়ামী লীগ নেতা আব্দুল করিম, আব্দুস সামাদ, উপ সহকারী কৃষি কর্মকর্তা আনিসুর রহমান, মশিউর রহমান, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুনির্মল তালুকদার, সুয়েব মাহমুদ, আলা উদ্দিন, বিদ্যুৎ তালুকদার, ফারুক আহমদ, নাসির আহমদসহ কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সবুজ সিলেট/২৮ নভেম্বর/শামছুন নাহার রিমু