আব্দুল মালিক রাজার মৃত্যুতে সিসিক মেয়র আরিফের শোক
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২০, ৯:৩৫ পূর্বাহ্ণস্টাফ রিপোর্টার::
সিলেট নগরীর নয়াসড়ক জামে মসজিদের মোতাওয়াল্লী আব্দুল মালিক রাজার মৃতু্যতে শোক প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশন (সিসিক)-এর মেয়র আরিফুল হক চৌধুরী।
শনিবার গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় মেয়র আরিফ মরহুমের আত্মার শান্তি কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা কামনা করেন।
মেয়র বলেন, মরহুম আব্দুল মালিক রাজা সমাজের বিভিন্ন ক্ষেত্রে উজ্জল্য ছড়িয়েছেন। সিলেটের ক্রীড়াঙ্গনের উন্নয়নে তিনি ছিলেন এক নিবেদিত প্রাণ ব্যক্তি।
উল্লেখ্য, শনিবার (২৮ নভেম্বর) ভোর ৪ টা ৪৫ মিনিটে নগরীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আব্দুল মালিক রাজা।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ক্রীড়া সংগঠক আব্দুল মালিক রাজা সিলেট জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সবুজ সিলেট/২৮ নভেম্বর/শামছুন নাহার রিমু