দক্ষিণ সুনামগঞ্জে সাইবার বুলিং ও গুজব বিরোধী বিট পুলিশিং সমাবেশ
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২০, ১০:১২ পূর্বাহ্ণদক্ষিণ সুনামগঞ্জ, প্রতিনিধি::
দক্ষিণ সুনামগঞ্জে সাইবার বুলিং ও গুজব বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার শান্তিগঞ্জ বাজারে এই সমাবেশের আয়োজন করে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ।
দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুক্তাদির হোসেনের সভাপতিত্বে ও জয়কলস ইউনিয়ন বিট অফিসার মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, থানার সেকেন্ড অফিসার মো. আলাউদ্দিন, জয়কলস ইউপি চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, যুবলীগ নেতা রাজা মিয়া, ইউপি সদস্য আশারাফ আলী, শ্রমিক নেতা আব্দুল ওয়াকিব প্রমুখ।
সভায় বক্তারা জনগনকে সাইবার বুলিং ও গুজব বিরোধী বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে অবগত করেন এবং সামাজিক ভাবে নিরাপত্তা বলয় সৃষ্টি করে বাইবার বুলিং ও গুজবকারীদের প্রতিহত করার আহ্বান জানান।
সবুজ সিলেট/ এস মায়াজ আহমদ তালহা