সিলেট জেলা কর আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষনা
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২০, ২:২৮ অপরাহ্ণসবুজ সিলেট ডেস্ক ::
সিলেট জেলা কর আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। সোমবার (৩০ নভেম্বর) তফসিলে ঘোষনা করেন নির্বাচন কমিশনার এডভোকেট মুহাম্মদ ফজলুর রহমান শিপু, সহকারী নির্বাচন কমিশনার জাহান জেব ইবনে খালেদ ও কাজী আরিফুল হাসান আরিফ। তফসিল অনুযায়ী আজ সোমবার থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। আগামী ৭ ডিসেম্বর বিকাল ৪টা পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল করা হবে। মনোনয়ন পত্র বাচাই ও বৈধ প্রার্থী তালিকা প্রকাশের তারিখ বুধবার (৯ ডিসেম্বর), বৈধ প্রার্থী তালিকার অসম্মতিতে সংক্ষুব্ধ প্রার্থীর রিভিউ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকাল ৪টা, মনোনয়ন পত্র প্রত্যাহারের তারিখ রবিবার (১৩ ডিসেম্বর) বিকাল ৪টা, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের তারিখ রবিবার (১৩ ডিসেম্বর) বিকাল ৫টা, নির্বাচন অনুষ্টিত হবে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
সমিতি কর্তৃক ২৩ নভেম্বর প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী ২০২১ সনের নির্বাচন অনুষ্টিত হবে। প্রত্যেক পদের জন্য মনোনয়ন ফরম ২০০ টাকা নির্ধারন করা হয়েছে।
বিজ্ঞপ্তি ::
সবুজ সিলেট/ এস মায়াজ আহমদ তালহা