গোলাপগঞ্জে ১ ডাকাতসহ গ্রেপ্তার ৪
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২০, ৯:২৪ পূর্বাহ্ণগোলাপগঞ্জ প্রতিনিধি
সিলেটের গোলাপগঞ্জে এক ডাকাতসহ ৪ আসামীকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
সোমবার রাতে (৩০ নভেম্বর) পৃথক অভিযান চালিয়ে উপজেলার একাধিক জায়গা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মাসুরা গ্রামের মৃত মুক্তই মিয়ার পুত্র ডাকাত মোঃ আবুল হোসনে (৪৪), পৌর এলাকার রণকেলী গ্রামের শওকত আলীর পুত্র জালাল আহমদ, ঢাকাদক্ষিণ ইউনিয়নের ধারাবহর গ্রামের মৃত ছাবির আলীর পুত্র হানিফ মিয়া ও ফুলবাড়ি ইউনিয়নের দক্ষিণ পাড়া গ্রামের মৃত মোজাহিদ আলীর পুত্র জাবেদ আহমদ।
পুলিশ সূত্রে জানা যায়, আসামি আবুল হোসেন একজন চিহৃিত ডাকাত। তার বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। সে একজন ওয়ারেন্টভুক্ত আসামি। আটকের সময় তার কাছ থেকে একটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে একটি (মামলা-৩৮) দায়ের করে। জালাল আহমদের বিরুদ্ধে একটি জিআর, হানিফ মিয়ার বিরুদ্ধে একটি দায়রা ও জাবেদ আহমদের বিরুদ্ধে একটি জিআর মামলা রয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সবুজ সিলেট/০১ ডিসেম্বর/সেলিম হাসান