কমলগঞ্জে আদমপুরে মণিপুরী কালচারাল কমপ্লেক্সে মহারাসলীলা উপলক্ষে আলোচনা সভা
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২০, ১২:২৩ অপরাহ্ণকমলগঞ্জ প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর মণিপুরী কালাচারাল কমপ্লেক্স্র প্রাঙ্গণে মণিপুরী মহারাসলীলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার সন্ধার পর এ সভা হয়।
মণিপুরী কালচারাল কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতি জয়ন্ত সিংহের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক শান্ত কুমার সিংহের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। রাস উৎসব এর মূল বিষয় নিয়ে আলোচনা করেন লেখক-গবেষক এ কে শেরাম। আলোচনায় অংশ নেন মণিপুরী কালচারাল কমপ্লেক্স পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইবুংহাল সিংহ শ্যামল, রাসোৎসব কমিটির সভাপতি রাধা মোহন সিংহ, সাংবাদিক পিন্টু দেবনাথ, আহমেদুজ্জামান আলম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, এই রাস উৎসবে নিজে আগ্রহ প্রকাশ করে আসতে পেরে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সিলেট নগরীতে অবস্থানরত মণিপুরি সম্প্রদায়ের সাথে বিভিন্নভাবে ধর্মীয়, সামাজিক ও পারিবারিকভাবে নিবিড় সম্পর্ক রয়েছে।
সবুজ সিলেট/ এস মায়াজ আহমদ তালহা