গোলাপগঞ্জ পৌর নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২০, ৮:১৭ পূর্বাহ্ণসবুজ সিলেট ডেস্ক
ঘনিয়ে আসছে গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচন। এখন দিনতারিখ চূড়ান্ত না হলেও ইতোমধ্যে দৌড়ঝাপ শুরু করেছেন এই নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা।
ইতিমধ্যে নির্বাচন কমিশন প্রথম ধাপে ২৫টি পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তবে প্রথম ধাপের তালিকায় সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার নাম এখনো ঘোষণা করা হয়নি।
তবে গোলাপগঞ্জ পৌরসভার সব ওয়ার্ডে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থীরা মাঠে-ময়দানে আগাম প্রচারে সরব হয়ে উঠেছেন। অনেকেই ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, উঠান বৈঠক ও কর্মী সমাবেশ শুরু করছেন। সামাজিক নানা অনুষ্ঠানে হাজির হচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভোটারদের কাছে নিজেদের তুলে ধরার চেষ্টা করছেন সম্ভাব্য প্রার্থীরা।
পৌর নির্বাচনকে সামনে রেখে সবচেয়ে বেশি তোড়জোড় চলছে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে। মেয়র পদে আওয়ামী লীগের মনোয়ন দৌঁড়ে রয়েছেন সাবেক মেয়র, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক জাকারিয়া আহমদ পাপলু ও বর্তমান মেয়র, আমিনুল ইসলাম।
ইতিমধ্যে তারা কেন্দ্রে দৌঁড়ঝাপের পাশাপাশি পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক সহ বিভিন্ন প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
গোলাপগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠার পর থেকেই মেয়র পদটি রয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের হাতে। পৌরসভার উপ-নির্বাচনসহ গেল দুই নির্বাচনে নৌকার মাঝি ছিলেন জাকারিয়া আহমদ পাপলু। দুই বারই নৌকার ভরাডুবি হয়। নৌকার প্রার্থী পরাজিত হলেও বিজয় ছিনিয়ে এনেছিলেন আওয়ামী বিদ্রোহীরা।
২০১৫ সালে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সিরাজুল জব্বার চৌধুরী বিজয়ী হন। ২০১৮ সালের ৩১মে সিরাজুল জব্বার চৌধুরী মৃত্যুবরণ করলে ১১ জুলাই মেয়র পদটি শূন্য ঘোষণা করা হয়। পরে একই বছরের ৩ অক্টোবর উপ-নির্বাচনে জয়লাভ করেন আওয়ামী বিদ্রোহী প্রার্থী আমিনুল ইসলাম রাবেল।
এদিকে পৌরসভার মেয়রের চেয়ারটি দখল করতে মিরিয়া হয়ে উঠেছে জাতীয়তাবাদী দল বিএনপি। গত পৌর নির্বাচনে বিএনপির ঘরোনার একাধিক প্রার্থী থাকায় তারা পরাজয় বরণ করে। কিন্তু এবার তারা একক প্রার্থী দিবে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
বিএনপির একক প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া চৌধুরী শাহিনের নাম শোনা যাচ্ছে। ইতিমধ্যে তিনি দলীয় নেতাকর্মীদের সংগঠিত করার পাশাপাশি পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে কৌশলী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এদিকে গোলাপগঞ্জ পৌর নির্বাচনে অন্যান্য রাজনৈতিক দলকগুলোকে প্রার্থী দেবে কিনা এখনো কোনো আভাস পাওয়া যায়নি। তাদের নির্বাচনী কোন কার্যক্রম বা প্রচারণা চোখে পড়েনি।
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও গোলাপগঞ্জ পৌরসভার প্রতিষ্ঠাতা মেয়র জাকারিয়া আহমদ পাপলু বলেন, গত দুই নির্বাচনে দল আমায় নৌকার মাঝি বানিয়েছিল। আশা করছি এবারো আমি নৌকার মাঝি হবো। আমি পৌরসভায় মেয়র থাকাকালীন সময় পৌরসভায় অনেক উন্নয়ন হয়েছে। আমি আশাবাদী পৌরবাসী আমায় এবার নির্বাচিত করবে।
বর্তমান মেয়র, পৌর আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম রাবেল জানান, এবারের নির্বাচনেও আমার উপর পৌরবাসী আস্থা রাখবে এবং আমায় আবারো নির্বাচন করবে। সেই সাথে আবারের নির্বাচনে দল আমার উপর ভরসা করবে এবং আমায় দলীয় প্রতিক দেবে বলে আমি আশাবাদী।
বিএনপির ঘরানার প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন বলেন, এবার জাতীয়তাবাদী দল বিএনপির ঘরোনার একক প্রার্থী নির্বাচন করবেন। আশা করছি বিএনপির মনোনয়ন আমি পাবো। নির্বাচন সুষ্ঠু হলে ধানের শীষের প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হবে।
সবুজ সিলেট/০২ডিসেম্বর/সেলিম হাসান