রাজধানীতে সভা-সমাবেশ নিষিদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ছাত্র অধিকার পরিষদের
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২০, ১:৩৬ অপরাহ্ণ
সবুজ সিলেট ডেস্ক :: রাজধানীতে পূর্বানুমতি ছাড়া সভা-সমাবেশ নিষিদ্ধ করে নেওয়ার ডিএমপির সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। বৃহস্পতিবার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. রাশেদ খাঁন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে ডিএমপির সিদ্ধান্তকে অগণতান্ত্রিক, জনবিরোধী ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী আখ্যা দিয়ে এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানানো হয়। এতে বলা হয়, আধুনিক রাষ্ট্রের অন্যতম শর্ত হলো জনগণকে মত প্রকাশের স্বাধীনতা প্রদান। কিন্তু বর্তমান সরকার প্রশাসনকে ব্যবহারকে জনগণের গণতান্ত্রিক কর্মসূচি সভা-সমাবেশ, মিছিল-মিটিংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তাদের স্বৈরতান্ত্রিক বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, করোনা মহামারিতে সরকারি দলের নেতা-কর্মীদের দুর্নীতি, লুটপাটসহ সাম্প্রতিক সময়ের নানা অপকর্মের কারণে সরকারের প্রতি যে জনরোষ তৈরি হয়েছে সেটা রুখতেই সরকার ও প্রশাসন এমন মানবতাবিরোধী ও মৌলিক অধিকার পরিপন্থী সিদ্ধান্ত নিয়েছে।
বিজ্ঞপ্তিতে সরকার ও প্রশাসনকে এ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।