কমলগঞ্জে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পাঠ প্রচেষ্টা শীর্ষক আলোচনা সভা
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২০, ২:১৪ অপরাহ্ণকমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পাঠ প্রচেষ্টা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় হলরুমে এ আলোচনা সভা হয়।
শামসুজ্জামান চৌধুরী রাহেল এর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক-গবেষক আহমদ সিরাজ। আলোচনায় অংশগ্রহণ করেন ছলিমগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চন্দ্র দেবনাথ, শিক্ষক সমরেন্দ্র সেনগুপ্ত বুলবুল, শিক্ষক আইয়ুব আলী, মো আবুল হোসেন, সঞ্জয় দেবনাথ, শিক্ষক মশিউর রহমান চৌধুরী, শিক্ষক রাজীব আহমদ, শিক্ষক নুরুল ইসলাম চৌধুরী কয়েছ, শিক্ষক পিন্টু দেব, শিক্ষিকা মোমিনা ইয়াছমীন চৌধুরী, শিক্ষিকা সুবর্ণা দেব, শিক্ষিকা হামিদা চৌধুরী, শিক্ষিকা সুমাইয়া চৌধুরী, শিক্ষিকা তারিন সুলতানা, মাজেদ হোসেন চৌধুরী, নাবেদ চৌধুরী প্রমুখ।
সবুজ সিলেট/০৩ ডিসেম্বর/সেলিম হাসান