ক্যাটরিনার বোনের প্রশংসা করলেন সালমান
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২০, ২:২৩ অপরাহ্ণ
বিনোদন ডেস্ক :: বলিউডে বহু নায়িকা সালমান খানের হাত ধরে প্রতিষ্ঠা পেয়েছেন। ক্যাটরিনা কাইফও তাদের মধ্যে একজন। ক্যাটরিনাকে বলিউড ইন্ডাস্ট্রিতে পোক্ত জায়গা করে দিতে সালমান বহুদিন কষ্ট করেছেন। ক্যাটরিনা নিজেও সেটি স্বীকার করেন। একপর্যায়ে তাদের মধ্যে সম্পর্কও গড়ে ওঠে। তবে সেটি টিকেনি। যদিও দুজন নিজেদের সম্পর্ককে বন্ধুত্ব ট্যাগ দিয়ে রাখতেই পছন্দ করেন।
এবার সালমানের বোন ইসাবেলের দিকে দৃষ্টি দিয়েছেন সালমান। ইসাবেলের ভূয়সী প্রশংসা শোনা গেছে সালমানের মুখে।
২০ নভেম্বর অন্তর্জালে মুক্তি পায় ইসাবেলের নতুন মিউজিক ভিডিও ‘মাশাআল্লাহ’। সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি শেয়ার করে প্রশংসা করেছেন সালমান।
বুধবার ইনস্টাগ্রামে ওই গানের ভিডিও পোস্ট করে সালমান খান লিখেছেন– ‘আরে বাহ ইসাবেল… দারুণ গান এবং তোমাকে সুন্দর দেখাচ্ছে… অনেক অভিনন্দন।’
ইসাবেলের এই গানের প্রশংসা আরও অনেকে করেছেন। এই গানটি গেয়েছেন দীপ মনি। তিনি এক সাক্ষাৎকারে ইসাবেলের অভিনয়ের প্রশংসা করেছেন। বলেছেন, ইসাবেলে খুবই পেশাদার। গানটিতে অসাধারণ অভিনয় করেছেন তিনি।
প্রসঙ্গত সালমান খানের হাত ধরে বলিউডে অভিষেক হচ্ছে ইসাবেল কাইফের। অ্যাকশন সিনেমা ‘কোয়াথা’য় দেখা যাবে ইসাবেলকে। এতে অভিনয় করবেন সালমানের ভগ্নিপতি আয়ুশ শর্মা।