শ্যাম্পুর সঙ্গে লবণ মেশাবেন যে কারণে
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২০, ৭:৫৩ পূর্বাহ্ণলাইফস্টাইল ডেস্ক::
চুলের নানাবিধ সমস্যা মেটাতে রেগুলার শ্যাম্পুর সঙ্গে সামান্য লবণ মিশিয়ে নিতে পারেন। এতে যেমন দূর হবে খুশকি, তেমনি চুলের রুক্ষতাও যাবে কমে।
শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে নিন লবণ। হালকা হাতে ম্যাসাজ করুন। তারপর ঠাণ্ডা পানি দিয়ে চুল ধুয়ে নিন। কমে যাবে চুল পড়ার সমস্যা।
পানিতে সামান্য লবণ গুলে চুল ভিজিয়ে নিন। হালকা হাতে ম্যাসাজ করে স্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। খুশকি দূর হবে।
লবণমিশ্রিত শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিলে মাথার ত্বকের অতিরিক্ত ঘাম থেকে মুক্তি মিলবে।
হাতে সামান্য পরিমাণ লবণ নিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন চুলের গোড়া। শ্যাম্পু করে নিন। চুল হবে ঝলমলে।
সবুজ সিলেট/০৩ ডিসেম্বর/শামছুন নাহার রিমু