মৌলবাদি জঙ্গীদের গ্রেপ্তারের দাবীতে সুনামগঞ্জ জেলা যুব মহিলালীগের প্রতিবাদ সমাবেশ
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২০, ১১:৩৯ পূর্বাহ্ণ
সুনামগঞ্জ প্রতিনিধি
জাতির জনকের ভাস্কর্য নিয়ে উগ্র সাম্প্রদায়িক মৌলবাদি জঙ্গীগোষ্ঠির ষড়যন্ত্রের বিরুদ্ধে রুওখে দাড়াও বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে সুনামগঞ্জে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টায় বাংলাদেশ আওয়ামী যুব মহিলালীগ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের কেন্দ্রীয় শহীদ মিণার প্রাঙ্গণে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী যুব মহিলালীগ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সানজিদা নাসরিন দিনা ডায়নার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, সংগঠনের সাধারন সম্পাদক জান্নাত মরিয়ম,মানবাধিকার কর্মী এম তাজুল ইসলাম তারেক,সদর যুব মহিলালীগের সভাপতি মাফরুজা আক্তার মণি,সিনিয়র সহসভাপতি মরিয়ম আক্তার টিয়া,লতিফা বেগম,সাংগঠনিক সম্পাদক খোদেজা বেগম,বিলকিস বেগম,যুগ্ম সম্পাদক নুরজাহান বেগম,পৌর কমিটির সভাপতি মাহিন চৌধুরী,সাংগঠনিক সম্পাদক লতিফা চৌধুরী ও তথ্য বিষয়ক সম্পাদক হাজেরা বেগম প্রমুখ।
নেতৃবৃন্দরা বলেন,মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িকতার চেতনা নিয়ে ১৯৭১সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে তৎকালীন সাড়ে সাতকোটি মানুষ অস্ত্র হাতে তুলে নিয়ে দেশ স্বাধীনের জন্য হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিল। কিন্তু জাতির জনকের ভাস্কর্য নিয়ে উগ্র সাম্প্রদায়িক মৌলবাদি হেফাজতে ইসলামসহ জামায়াত শিবির জঙ্গীগোষ্ঠির ষড়যন্ত্রের বিরুদ্ধে আজ রুখে দাড়ানোর সময় এসেছে।তাই অবিলম্বে হেফাজতের মামুনুল হকসহ কটুক্তিকারীদের দ্রæত গ্রেপ্তারের দাবী জানান।
সবুজ সিলেট/০৩ ডিসেম্বর/সেলিম হাসান