মৌলভীবাজারে মাস্ক ব্যবহার নিশ্চিতে মাঠে র্যাব
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২০, ১২:১৭ অপরাহ্ণমৌলভীবাজার প্রতিনিধি
করোনা মহামারির দ্বিতীয় ধাক্কা সামলাতে মাস্কের ব্যবহার নিশ্চিত করতে এবার মাঠে নেমেছে র্যাব। এ সময় অনেককে মাস্ক পরিয়ে দেয়া হয় এবং জরিমানা ও মামলা করা হয়। বৃহস্পতিবার দুপুরে শহরের বিভিন্ন স্থানে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে সাধারণ মানুষকে অবগত করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম হিসেবে দায়িত্ব পালন করেন রুহুল আমিন। এসসয় ১২টি মামলা ২ হাজার ৪০০ টাকা আদায় করা হয়।
র্যাব-৯ এর কোম্পানি কমান্ডার আহমেদ নোমান জাকি বলেন, করোনার ভ্যাকসিন বাজারে না আসা পর্যন্ত ভাইরাসটি নিয়ন্ত্রণে রাখতে মাস্কই একমাত্র ভরসা। তবে অনেকের মধ্যেই মাস্ক ব্যবহারে রয়েছে অনীহা। এ অবস্থায় মাস্ক পরা নিশ্চিত করতে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত।
তিনি আরো বলেন, এখানে জরিমানা করাটাই আমাদের মূল উদ্দেশ্য না। আমরা সাধারণ মানুষকে সচেতন করতে চাই। যেন তাদের মাধ্যমে অন্য কারও মধ্যে এই ভয়াবহ ভাইরাস ছড়িয়ে না পড়ে। তারাও যেন নিরাপদ থাকতে পারেন।
সবুজ সিলেট/ সেলিম হাসান